Biomass Energy, Biofule, Biogas কি ? এদের উপাদান ও ব্যবহার

 Biomass Energy বা জীবভর শক্তি

💡Biomass Energy কি ধরনের শক্তি উৎস ?

উঃ চিরাচরিত,পুনর্নবীকরণযােগ্য  শক্তির উৎস। 

💡Biomass(বায়োমাস) কি?

উঃ উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ যে গুলি কার্বন-ঘটিয় তাদের বায়োমাস বলে।

Biomass Energy, Biofule, Biogas Plant
Biogas Plant


💡Biomass Energy বা জীবভর শক্তি কী?

উঃ  উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ পদার্থকে বলে বায়োমাস। বায়োমাসে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তাকে বায়োমাস শক্তি বলে।

💡Biofuel কি?

উঃ কাঠ,কৃষি বর্জ্য এবং গোবর জ্বালানিরূপে ব্যবহৃত হওয়ায় এদের বায়োফুয়েল বলে।

💡Biomass Energyএর ব্যবহার লেখো।

উঃ উদ্ভিজ্জ জীবভরকে সরাসরি জ্বালিয়ে অথবা কাঠকয়লায় পরিণত করার পর তা জ্বালিয়ে আমরা তাপশক্তি পেয়ে থাকি।

এই তাপশক্তির সাহায্যে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদুৎশক্তি উৎপন্ন করা হয়।

💡Biomass এর একটি উদাহরণ দাও। 

উঃ গোবর।


Biogas (বায়োগ্যাস) & Biofuel (বায়োফুয়েল)


💡বায়োগ্যাস কী? এর প্রধান উপাদান কী কী?

উঃ বায়োমাসকে বায়ুর অনুপস্থিতিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে জটিল জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলে।

-এর প্রধান উপাদান গুলি হল মিথেন, কার্বন ডাইঅক্সাইড,হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি। 

💡 Biogas এর মূল উপাদান হল -

(a) O₂ (b) N₂ (c) CH₄ (d) CO₂

উঃ (c) CH₄

💡বায়োফুয়েলের মূল উপাদানটি কি?

উঃ ইথানল।

💡বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে,তাদেরকে কী বলা হয়? 

উঃ মেথানোজেনিক ব্যাকটেরিয়া। 

💡মেথানোজেনিক ব্যাকটেরিয়ার একটি উদাহরণ দাও।  উঃ অ্যারকি ব্যাকটেরিয়া। 

💡গ্যাসোহোল কি?  কী কাজে ব্যবহার করা হয়? 

উঃ পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে সর্বাধিক 10% ইথানল মিশিয়ে যে জ্বালানি উৎপাদন করা হয় তাকেই গ্যাসোহোল বলে।

গাড়ির জ্বালানি রূপে ব্যবহার করা হয় যা দূষণ কম ঘটায়।

💡Biogasকে গোবর গ্যাস বলে কেন?

উঃ বায়োগ্যাস উৎপাদনের জন্য সবচেয়ে বেশি যে কাঁচামাল ব্যবহৃত হয় তা হল গোবর। তাই একে গোবর গ্যাস বলে।

💡বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহৃত তরলের নাম কী?

উঃ ইথানল।

💡 Biogas (বায়োগ্যাস)র ব্যবহারগুলি লেখ।

উঃ [i] বায়ােমাস থেকে বায়ােগ্যাস

উৎপাদনের পর যে নিষ্ক্রিয় ও অবশিষ্ট জৈব আবর্জনা পড়ে থাকে তা নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ হওয়ায় উত্তম সাররূপে ব্যবহৃত

হয়।

 [ii] বায়ােগ্যাস জ্বালানিরূপে ও আলাে জ্বালানাের কাজে ব্যবহৃত হয়।

[iii] বায়ােগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়।

[iv] বায়ােমাস পুনর্নবীকরণযােগ্য শক্তির উৎস। বায়ােমাস থেকে বায়ােগ্যাস উৎপাদন, দূষণ নিয়ন্ত্রণেও বিরাট ভূমিকা পালন করে।


Post a Comment

0 Comments