Greenhouse কি? গ্রিনহাউস এফেক্ট কি? গ্রিনহাউস গ্যাসগুলির নাম

 "Greenhouse"  কি? 

উঃ Greenhouse শব্দটির অর্থ হল গাছপালা পরিচর্যার জন্য কাচের ঘর।শীতপ্রধান দেশে মূলত কাচের ঘরে ফল,শাকসব্জি চাষ করা হয়ে থাকে। 

 এই কাচের ঘরের মধ্যে দিয়ে সূর্যের আলো যেমন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আকারে অবাধে প্রবেশ করে এবং ওই ঘরের তাপমাত্রা বাড়ায় তেমনই পৃথিবীকে বিশাল কাচের ঘরের মতো বা গ্রিনহাউসের মতো ঘিরে রয়েছে বায়ুমন্ডল। 

Greenhouse কি? গ্রিনহাউস এফেক্ট কি?


Greenhouse effect কি? 

উঃ পৃথিবীর দ্বারা বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি Greenhouse গ্যাসগুলির(CO₂,CH₄,N₂O ইত্যাদি) দ্বারা শোষিত হওয়ার ফলে বায়ুমন্ডলে তাপ আবদ্ধ হয়। এরফলে পৃথিবী ও তার বায়ুমন্ডল উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে Greenhouse effect  বলে।

(পরিবেশের বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের pdf পেতে ক্লিক করুন ) 

Greenhouse গ্যাস কি? উদাহরণ দাও।

উঃ বায়ুমন্ডলে অবস্থিত যে সব গ্যাসের দ্বারা গ্রিনহাউস এফেক্ট হয় অর্থাৎ উষ্ণতার বৃদ্ধি হয়  তাদের Greenhouse গ্যাস বলে।

যেমন-কার্বন ডাইঅক্সাইড(CO₂),মিথেন(CH₄),ক্লোরোফ্লুরোকার্বন(CFC),নাইট্রাস অক্সাইড (N₂O),জলীয় বাষ্প ইত্যাদি। 

Greenhouseপ্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি? (MP-18)

উঃ কার্বন ডাইঅক্সাইড(CO₂)।50% ভূমিকা। 

একটি জৈব Greenhouse গ্যাসের নাম লেখ।

উঃ মিথেন(CH₄)।

একটি অজৈব Greenhouse গ্যাসের নাম লেখ।

উঃ কার্বন ডাইঅক্সাইড(CO₂)।

Greenhouse প্রভাবের পরিবেশে কি কোন উপযোগিতা রয়েছে? থাকলে আলোচনা করো।

উঃ হ্যাঁ রয়েছে। যদি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমন্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকত তবে ভূপৃষ্ঠ কতৃক বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেত। সেক্ষেত্রে ভূপৃষ্ঠের উষ্ণতা গিয়ে দাঁড়াত প্রায় -30°C। তখন জীবকূলের বেঁচে থাকা অসম্ভব হত। 

অক্সিজেন এবং নাইট্রোজেন Greenhouse গ্যাস নয় কেন?

উঃ এই দুটি গ্যাস পৃথিবী থেকে বিকিরিত অবলোহিত রশ্মি(Infrared ray)শোষন করতে পারে না।

প্রদত্ত কোন গ্যাসটি Greenhouse গ্যাস নয়-

(a) মিথেন (b) জলীয় বাষ্প(c) কার্বন ডাই-অক্সাইড (d) অক্সিজেন (MP-17)

উঃ (d) অক্সিজেন। 

Greenhouseএফেক্টের জন্য দায়ী -

(a)গামা-রশ্মি (b)UV রশ্মি (c) ইনফ্রারেড রশ্মি (d) X-রশ্মি।

উঃ c) ইনফ্রারেড রশ্মি। 


Post a Comment

0 Comments